মূর্তির পাদদেশে আন্দোলন - সমাজের বোঝা
জনগণ অস্বস্তিতে- কিন্তু রাজনীতি ধৃতরাষ্ট্র
কানে শুনেও অভিব্যাক্তিহীন রক্তমাংসহীন।
অদ্ভূত চেতনাহীন সরকার আদালতের পোষ্য
আমাদের জীবন মরণ বাঁচার ভগবানই সম্বল
অন্য পথ নেই -ঐ বোদ্ধাই আমাদের ভবিষ্যৎ।
স্বজন পোষণ দল রাজনীতির একমাত্র ফলাফল
উৎসাহে ভোটের লাইনে উৎসব করি আপন ভুলে
অন্যায়ের মন্দিরে তোমার অশালীন বিগ্রহ চিন্তিত।
অসময়ে বিসর্জন তার সবার নিশ্চিত অবগত
মন্দিরের ভিত্তি অসম্ভব নড়বড়ে ইঁদুরের সুড়ঙ্গে
মেরুদণ্ড হীন শিক্ষা -ঐ বোদ্ধাই আমাদের ভবিষ্যৎ।
সরকারি চাকরি চুরি গেছে- সরকারের অজানা
দান খয়রাতিতে রাজ্য- বিধ্বস্ত শ্রাবণের ঝঞ্ঝাটে
চাকরি প্রার্থীদের অবস্থান ন্যায় চাকরির হাটে।
সমাজের এসব ব্যাধি সরকারের নাকি নয় অবদান
ভোটে জিতিয়ে তাদের আমরা হয়েছি মহৎ মহান
অযোগ্য কান্ডারী - ঐ বোদ্ধাই আমাদের ভবিষ্যৎ।
একটা ভোটে জেতা মানে ভগবান শক্তি হাতে
সর্ব শক্তির ক্ষমতা নিয়ে কুরু বংশের বংশধর
মাটিতে নিধন শোষণ ধর্ষন রাজনৈতিক অধিকার।
বিচার আদালত রাজনীতির কুটুম্ব-অদৃশ্য পোষ্য
ভোট দিয়ে তাদের আমরাই করেছি ভগবান
চোর ডাকাত যাই হোক - ঐ বোদ্ধাই জাতির ভবিষ্যৎ।