দারিদ্র বেঁচে আছে আনন্দে
অর্থ-হীন সংসারে মেলার উৎসব
দেশ সেবার মরশুমে।
বেচারা জনগণ দেখছে সেবার মেলা
দীন -সংসার গুনছে প্রহর
কখন চালের হাঁড়ি হবে খালি
অন্ন হবে বাড়ন্ত,
দু-টাকার রেশন দোকানে দিতে হবে পাড়ি
বাঁচার জীবন হবে অন্ত।
ধনীরা খুশি নয়
আরো অর্থের অসুখ-
বেমালুম বলাৎকার দারিদ্র্যে,
তবুও দারিদ্র্য বেঁচে আছে আনন্দে
কষ্টের হাসি মুখে মিলিয়ে-
সেবার মরশুমে- নির্বাচনে
ইতি উতি চায় নির্বাধায়
দারিদ্র্যের সান্ধ্য ভ্রমণে।
রাজার জয়োৎসব নির্বাচন শেষে
রাত শেষ হলেই নূতন সূর্য
নূতন দিনের সাথে ডুবে যাবে
দারিদ্র্যের আনন্দ-মাখা আশার শবদেহ।
নির্বাচন- ধনীর মোহ গরীবের ব্যাধি
ধর্মের ষাঁড় রাষ্ট্রের খুড়োর কল
বিধাতার মেহ রোগ
বিশ্বের অবিচল গণতান্ত্রিক হিমাচল।