মৃত্যুই মুক্তি
অনেক বছরের জীবন
আর এক যন্ত্রণার বন্দীদশা,
তবু মৃত্যু-ভয় জীবনের দোরে
যেন জলহীন মেঘের আকাশে ভাসা।
অর্থহীন নয় জীবনের জিজ্ঞাসা
প্রাণহীনতায় বাঁচা মৃত্যুর সমান,
তবুও মানুষ ভয় পায় মৃত্যুকে
বাঁচা যেন জীবন যুদ্ধের কামান।
এসেছি যখন এই ধরণীতে
ফিরতে হবে সব সাঙ্গ করে খেলা,
নিয়তির বিধান কে করবে খন্ডন
সবার অজান্তে ডুববে জীবন-ভেলা।