এখানো মৃত্যুর মিছিলে
জমাট অন্ধকারে রেখেছো বেঁধে আশা
জীবনের সুপ্ত আলোকমালার ক্ষীণরেখা
মৃত্যুর সমুদ্রে জীবন ভরসার প্রদীপ জ্বেলে আশার ক্ষীণ বাণী।
গুটি গুটি মিছিল এগিয়ে যায়
আমার ভয় মিছিলের লাইনে
শাঁখের করাত সামনে পিছনে,
সামনে হাসপাতাল -রোগীর মেলা
পিছনে লাশকাটা ঘর -আত্মীয়র কন্ঠস্বর
কেমনে লুকাই মৃত্যু ভয় গোপনে - কী কথা কয় চরণে মৃত্যুর পথে।
জীবনের সময় এমন কেন সংকটময় !
আঁধারে নেই আলো আলোতে আঁধার
জীবন আর মৃত্যুর মাঝে তুমিই অবসর,
সুন্দর এই পৃথিবীর বুকে সুখে দুঃখে
আলো আকাশ বাতাস করছে হা-হুতাশ
মানুষ মৃত্যুর কাছে নতজানু – তবু যেতে নাহি দেব সেবিছে ঈশ্বর।
ধনী দরিদ্র রাজা পারিষদ মৃত্যুর ভয়ে
আপন জনও ব্যত্ত্য আপনার কাছে
প্রিয়জনের দূরত্ব যেন জেনে শুনে অপরাধ
জীবন আছে প্রাণের ভিতর-নেই উ্ছ্বাস
সমুদ্রের হাওয়ার মতো আকাশে উড়ছে
“ভয় নাই ভয় নাই” মহামারীর উল্লাস –“কেউ যাবে কেউ থাকবে”।
মহামারী আসবে যাবে দেশে মহাদেশে
জীবন-মৃত্যুর চলাচল নিয়তির আঁচল
সভ্যতা বেছে নেবে প্রকৃতির সহাবস্থান
প্রকৃতি-পুরুষ হবে পরষ্পরের আপনজন
বিজ্ঞান স্বজ্ঞানে ভুলে যাক মহামারীর ডাক
নূতন হবে নূতনতর প্রকৃতি-পুরুষের সাজ –নিত্ত ভালোবাসার কাজ।