ঠিকানা লিখেই তোমার মুক্তি,
মুখ বন্ধ খামের ভিতরের জঞ্জাল
সব আমার গর্ভে গচ্ছিত
সুস্থ জীবনের অপেক্ষায়।
ভুমিষ্ঠ হলেই আবার কলম ধরবে
নূতন চিঠির ঠিকানার আনন্দে
পুরুষ গড়বে সৃষ্টির কাজ সংসারে,
নারী শুধু বাড়িয়ে দেবে খাতা-
খাতার পেট ভরবে কলমের খোঁচায়।
নামেই সহধর্মিনী-রাখতে ভালোবাসো
খাতা-কলম সম্পর্ক শুধু লেখার জন্য-
ইচ্ছার গোলাম করে-তাকে রাখা খাতা
প্রয়োজনে ভরাবে সুখগুলো কলম দিয়ে,
আবার লিখবে ঠিকানা ঘাম-বন্ধে-
তারপরেই ছুটি আর এক মরসুম।
খাতা-কলম সৃষ্টির কারখানা
অমূল্য সম্পদ-নব জীবনের পৃথিবী।