জীবন এখন ভাঙার ভান্ডার
কিছু পড়ে নেই খালি বাক্স ছাড়া।
অনেক ছিল- এখন চাতকের মতো
কিছু সম্পদ বৃষ্টির অপেক্ষায়
আকাশের দিকে তাকিয়ে অভাবের দল
কিছু না পাবার মিছিলে।
অচঞ্চল না চেনার ভঙ্গি তবু সর্বত্র
অভাবের সংসারে অভাব নিতান্তই অহেতুক
জীবন কাঁদে মৃত্যুর জন্য- জীবন ধারণের অনিচ্ছা
স্পৃহা জেলবন্দি অতৃপ্তির উদরে।
ভোগের ব্যলখ্যাি এখন অজানা
আলোয় খুঁজে নিতে চায় অন্ধকার
ঠিকানা হারাতে জীবন দ্বিধাহীন
তাই কান্নার স্রোতে ডুবতে চায় জীবনের শেষ বিন্দু
না-বেচার হাটে ভাঙা খালি বাক্স
চলমান এককের সকাল সন্ধ্যা
আরো বড় জীবন আমাদের লক্ষ্য।