তুমি বলেছিলে ঠোকাবে না
তবে বঞ্চনা করেছ অলক্ষ্যে,
ভাবিনি আর-জানি সময় পাবে
সংশোধণ হবে জীবনের পাথেয়।
নূতন ভাবে তোমার সম্ভাষণ
ভালোবাসার আকাশ পথে আসবে
প্রত্যাশায় ছিল বাঁধা,
বেসুরো বেপথে তোমার পথচলা
রাজপথে হারাওনি-গোপনে ধরেছ গলি।
আমি বসে আছি আশায় আশায়
আপনাকে হারাতে পিছন দেখছ চোরা দৃষ্টিতে,
বুঝতে পারছি-ভলোবাসার পথ পিচ্ছল হচ্ছে
নীরবে তুমি আহত করছ দেওয়া প্রতিশ্রুতি-
তুমি বলেছিলে ঠোকাবে না
তবে দ্রুত হচ্ছে হৃদয়ের স্পন্দন
অপরাধ বোধ হচ্ছে দৃঢ়
আর ভালোবাসতে পারবে না –নিশ্চিত।
বঞ্চনা ঢাকা দেওয়া যায় না ঠোকিয়ে
আধুলির মতো এপিঠ ওপিঠ নেই-
কারণ জীবন চায় একটাই ভালোবাসা।