শিক্ষা তুমি হেঁচকি তুলছো কেন?
দেশে এখন শিক্ষা বিরল প্রজাতির মতো
নূতন মাঝে মাঝেই ছড়িয়ে পড়ে দেশে।
অনুধাবন করতে হবে-কেন অনুঢ়া মাতা
জীবন চায়-সমাজে স্থান করে নিতে,
শিক্ষা দীক্ষা হীন মানুষও জাতে উঠতে চায়
প্রথাখত শিক্ষার টুঁটি টিপে প্রভাবের হাত ধরে
রাজনীতির ছাদনা তলায় বিবাহের টোপর মাথায়।
শিক্ষা তুমি হেঁচকি তুলছো কেন?
দূর্নীতির বাসর ঘরে আসর বসিয়েছ
অচলকে সচল করতে-মন্ত্রীরা শুধু বরযাত্রী
বিত্তের পাহাড় রাজনীতির সংসারে
দিন হচ্ছে রাত্রি-আদালতের কাঠগোড়ায়।
শিক্ষা তুমি হেঁচকি তুলছো কেন?
ভুলবে না-মূল্য অনেক চোকাতে হবে
ভাবের ঘরে চুরি-শত প্রশ্ন থাকুক
সভ্যতা কৃষ্টি মানের দন্ডে অসহায়
স্কুল কলেজ ফেরত ভবিষ্যতরা অজ্ঞবাসি।
শিক্ষা তুমি হেঁচকি তুলছো কেন?
মিছলে হাঁটা পোষ্টার মারা অযোগ্যরা
যারা হোল না মন্ত্রী অথবা প্রভাবশালী
যাবে কোথায়?শুধুই ভিজবে অভাবের বৃষ্টিতে
তাই নীতি-অনীতির পাঠশালা অনিয়মের সাঁড়াশীতে।