বিপ্লব বেঁধেছিল ভালোবাসার মন্দিরে
পূজারী বুঝতে পারেনি ঘৃণার রোষ
পূজার অর্ঘ হাতে পুণ্যার্থীর মিছিল
হেসেছিল ব্যঙ্গ করে সাষ্টাঙ্গ প্র্রণাম।
বিধবার বুকে যৌবনের চিতা
পুরুষকে কাঁপিয়েছিল অসীম অজান্তে,
নারী হারায়নি ভালোবাসার অবসর
শুধু রেখে গেছে অন্তরে না ভোলার যন্ত্রণা।
মিলন করেছিল সন্ধি গোপনে
অজানা সাক্ষাৎ সেরেছিলো প্রেমালাপ
বয়স চায়নি অসভ্য কৈফিয়ত
নারীত্ব পেয়েছিল পুরুষের সম্মান।
মন্দিরের আরতি প্রবিত্র হৃদয়ে
অন্ধ দৃষ্টির চরণামৃত আবদ্ধ আপন
দিয়ে গেল ছোঁয়া মিলনের মালা
অদেখা পাওয়া ভালোবাসার বিপ্লব।