ভালোবাসা আটকে গেছে
মেট্রোর কামরায় নয়
অথবা বিকালের গোধূলি লগ্নে
রবীন্দ্রসদনের চত্বরে অসলগ্ন সময়ে
একান্ত আপন বৈঠকখানাও জনহীন নয় ।
একাকীত্বের তাড়নায় আমরা ছুটছি
তোমার ঠোঁট দুটো কাঁপছে
বুঝতে পারছি আরো দুটো ঠোঁটের জন্য,
আরো নির্জনতায় হারাতে চাচ্ছ মরিয়া হয়ে
সেই সুযোগের মাহেন্দ্রক্ষণের মুহূর্তে
যখন তোমার কম্পনরত ওষ্ঠদ্বয় অসভ্য হয়ে উঠবে
আমাদের চেনা ভালোবাসা হবে নির্বাসিত।
আমি ক্ষুধার্ত, অত পিপাসার্ত নই-
মরুভূমিতে বিসর্জিত তোমার ক্ষুধা
পিপাসা তোমার পিপিলিকার পাখা
ভালোবাসার প্রাষাদে মরণের আগুনে
আমদের দাহর প্রতিজ্ঞা শুধু অপেক্ষায়,
আরো গভীর নির্জনতায় না হারিয়ে
এসো কিছুটা ত্যাগে বিসর্জন দিই আদিম প্রবৃত্তি
হাতে হাত রেখে আরো সমক্ষে কাছাকাছি
রক্তিম হোক দুজনার ওষ্ঠ শেষ মিলনের প্রতিক্ষায়
আমাদের কম্পিত জগৎ পরষ্পরকে চিনবে
অন্তিম আলিঙ্গনে ভালোবাসার বাসর ঘরে।