নিজেকে ছাড়া
আমি কাউকে অপমান করিনি,
বেশীর ভাগই আমাকে দিয়েছে
অপমানের জ্বালা- কেউ সামনে
কেউ অজান্তে অতি গোপনে।
আকাশে মেঘ নেই তবু বৃষ্টি
বাতাস মৃদুমন্দ তবু ঝড়
আত্ম বেদনা মনের আকাশে-
বুঝতে পারি কঠিন বেদন আভাসে
ভুলতে নারি সমাজের কু-কৃষ্টি।
পতিতা ভুলে যায় ছেড়ে আসা জীবন
শুধু মনে জাগে বাঁচার সংগ্রাম
রক্ত আর মাংসের জন্য কান্না
সমাজে অশোভন চর্চার বন্যা
শেখায় শুধু বাঁচাতে আপন বদনাম।
নয়গো আমি ধনীর শিশু
নেই মুখে সোনার চামচ
নয় বনের সিংহ শাবক
সমাজের অনন্ত শ্যেণ দৃষ্টি
মনুষ্যত্বের সব ধাপে অপমানের বৃষ্টি
বাঁচার জন্যে পেয়েছি দু-মুখো সাপ
অপমানের অভিশাপ।