চোখের সামনে বিরাট সত্য
দেখছি তবু বন্ধ করে চোখ,
ভাবনায় লোভকে চাবুক মেরে
দেখাই শুধূ নিদারুণ শোক।
সবই রাজশক্তির হাতের বশে
খেলার বস্তু মাঠে ঘাটে অপরুপ,
আইন আদালত ইঁদুর ছুটছে
বিচার পুড়ছে যেন গন্ধহীন ধুপ।
দেশকে ভালোবাসার চীৎকার
মাঠে ঘাটে মঞ্চে মিথ্যা আস্ফালন,
নিজে বাঁচলে তবেইনা বাবার নাম
নেতারা তবু দিচ্ছে সততার ভাষণ।
যা দেখছি শুনছি তা কি তবে সত্য !
নেতা নেত্রীর ভাষণ ফেলার নয়,
যা পাচ্ছি সেটাই আমাদের মুল্য
আমাদের কিনছে আমাদেরই ভয়।
সত্য ভাষণ আমরাই করেছি ত্যাগ
নিজ স্বার্থে অন্যায় করছি পোষণ,
সমাজ সংসার ভুলছি ক্ষুদ্র বাসনায়
পিঠে বেঁধে করছি রাজনীতির তোষণ।
সাতাত্তর বছরের বালকের জ্ঞানের দাঁত
এখনও লুকিয়ে আছে মাঁড়ীর মাঝে,
বোধের বুদ্ধি এখনও অজ্ঞানী শিশু
বোধনে আসবে বিধাতা পতনের সাজে।
সত্য বলার সাহস বিক্রী হয়ে গেছে
রাজনীতির মেলায় ব্যাক্তিগত সার্থে,
সমাজ জাতির ভাবনা হরিয়েছে হৃদয়
তোষণের ভাতা ভরে গেছে অপদার্থে।
তবুও আমরা লজ্জা হীন এগিয়ে থাকা জাতি
সব দেখেও দেখছি না বা না-বুঝেও সব বুঝছি,
মনুষ্যত্ব বিক্রিত রাজনীতির জটিল হাটে
বেঁচে আছি কিনা- আমরা এখনও ভাবছি।