এবার তো ক্লান্ত হয়ে শান্ত হও
হে, দুরন্ত মহামারী-
কেতন হাতে ধ্বংস-পিতা
থামাও তোমার হঠকারী।

ধরণীর আকাশে বাতাসে
মৃত্যুর আতংক- কান্নার রোল,
বাড়িতে বাড়িতে শবের উঁকি ঝুঁকি
নীরব পুরীতে  জীবনের কোলাহল।

হে, নিরানন্দ! ফেরাও আনন্দ
প্রকৃতির কোলে  মহামারীর উৎসব,
মৃত্যু আসে জীবন যায় নিরালায়
জগৎ হাঁটে- শুধু প্রকৃতিই নীরব।

মৃত্যুর চিৎকারে এখনো তুমি অচঞ্চল
সভ‍্যতা্র চোখে অনাবিল অন্ধকার,
ধ্বংসের সমুদ্রে জীবনের ক্ষীণ আশা
তবু অক্লান্ত তোমার অবিচল অবিচার।

জীবন শুনতে পায় মৃত্যুর আগমনী চিৎকার
তুমি নির্ভীক ধ্বংসের সেনাপতি,
ধ্বংসই তোমার অন‍্যায় আস্ফালন
জীবন পায় পরলোকের গতি।

সুখ আনন্দ নেই তোমার রক্তে
শুধু প্রকৃতির প্রেমে সজাগ তুমি
সভ‍্যতা্র চেয়ে প্রকৃতি ভালোবাসো,
তাই নিরুত্তর প্রকৃতির বুকে ঢালছ মরুভূমি।

বর্ধমান
০৪/০৬/২০২১