মৃত্যু অথবা একটা হিংসার বদলে
তোমার ভালোবাসা চাই না,
বরং একটা গোলাপ পেলে সার্থক হবে
হৃদয়ের ভিতরে থাকা অপ্রকাশিত
অর্ধ-কুসুমিত না-দেখা ভাবের আন্দোলন।
ভালোবাসার বিনিময়ে মৃত্যু বা ঘূণায়
বাহাদুরি নেই-অন্তরে অন্তরে ঘৃণার অভিশাপ-
প্রেমের সুড়ঙ্গ আর একটা অতল সীমায়
অবিশ্বাসের মন্দিরে পূজার নিঃশব্দ কোলাহল
রচনা করে সীমাহীন বিচ্ছেদের প্রাচীর।
আমি নতজানু হয়ে তোমার ভালোবাসা চাই
একটাও যেন বেদনার কাঁটা কাউকে বিদ্ধ না করে
বাতাসে যেন না শুনি হিংসার চিৎকার
অথবা পরিজনের হৃদয়াকাশে অশান্তির কোন মেঘ,
তোমার ভালোবাসা তবু চাই অক্ষত ইচ্ছায়।
অনেক সহজলভ্য লোভের হাতছানি ছাড়িয়ে
চাই তোমার সহজাত সান্নিধ্য অকাতরে,
ভালবাসার নির্লোভ নীলাকাশ দেখুক তোমাকে
ঘাসের ডগায় শিশিরের আলিঙ্গণে সম্পুর্ন হোক পদচারণা
ভালোবাসার বৃত্ত হাসুক আমাদের অদেখা প্রেমে।