আমাদের দেখা হয় না অথচ কাকতালীয় ভাবে আমরা একই বাসে, একই ট্রেনে, একই জেলায় একই দেশে, একই গ্রহে দিব্যি চষে বেড়াচ্ছি
কথা হয়না; দেয়াল'কে ছুড়ে দেয়া মন্তব্য খানিক অসংলগ্ন
বিন্নার ছোপে উদ্ভ্রান্ত জোনাকি রাতে অন্ধকারে কথাগুলো মুঠোফোনে, সামাজিক যোগাযোগে- কোথাও নেই কোনো রেকর্ড, স্মৃতি বলতে মগজ যতদিন সায় দেয়, যতদিন আবার দেখা না হয় ততদিন রিলে ঘুরবে দুঃখ কাতরতা।
আমাদের দেখা হয়না অথবা আমরা চাইনা ধরতে পুরনো সুতো
আমি চাই সত্য হোক; শুধুমাত্র প্রেমিকে'রা মরে না!