শুধু ভালবাসাই তো চেয়েছিলাম -আর কিছু?
না, মনে পড়ে না। অতি ক্ষুদ্র কিছু থাকতেও পারে
হয়তো বলেছিলাম,' স্পর্শ করো'।
আগুন জ্বললেও তুমি পুড়বে না
আমি ছাই হই- অঘোরির পুরো আচারে
হোক তবুও স্পর্শ করো
ক্ষতের দাগ শুকোতে তোমার ছ্যাপ অথবা নোনা শরীর চেটে মুছতে বলেছি নিজেকেই
থাক। আর কিছু না।
ক্ষয়ে ক্ষয়ে তুমিও করেছ বিষ্ময় পরিবর্তন
চেয়েছ অন্ধকারে ডুবে যাই গন্ধকাম্ল মহাদ্রাবকে
এমন রূপান্তর,
এমন নিখাদ করে মরে যেতে; বলেছিলে সুপ্তি'র নিশ্বাস ঘন
অরণ্যে উঠুক প্রলয় শ্রাবণ
শুধু তো ভালবাসাই চেয়েছি-বোকা
তুমি বিপন্ন করেছ
অর্থাৎ তুমিও ভালবেসেছিলে!
নির্ঘাত বেআব্রু গাঢ় চোখের কোটরে
বুঁদ নিঃসীম অসুখে; প্রকারন্তরে
খোঁপায় গোঁজা কিংশুকে
প্রত্যহ জীবন উদ্বেলিত হয়-
আজো।
তোমাকে জড়িয়ে স্পৃহায় ক্রন্দসী
মেঘের আবর্তে আর্টিকা
ভাঙা ভাঙা কয়েক বিমূর্ত অক্ষরে
সর্বান্তে: সহাস্যে বরণ করেছি
ছুটে আসা কস্তুরী শরীর
আমার পদচিহ্নে খুঁজে দেখো
অশান্ত জীব কবে থেকে
হীন চতুর্বর্গে আটকে গেছে
অসন্তুষ্টির শ্যাওড়া ডালে।
শুধু তো ভালবাসা-ই চেয়ে চেয়ে
ভুলে গেছি চুম্বনরত দেবতা গোত্রে
বিপুল যুদ্ধ হয়ে গেছে প্রাক্কালে
আমার তরফ থেকে অভিবাদন প্রিয়।
তোমাকে যে ঠেলে দিয়েছি জনসমুদ্রে
আমাকে খুঁজো কোন অবয়বে?
পত্র মোচী অরণ্যে ধূসর প্রাতঃ কালে
হেঁটে আসা, ফেলে আসা বিস্তীর্ণ জনপদে
চেয়েছিলাম,' ভালবাস।'
তুমিও তো বেসেছিলে-
জাল পাতা হিম সলিলে
মাছের পেটি শেষ টেবিলের পদে
সন্তাপহর বিকেলে নিবৃত্ত রাখি
আজব শহুরে অবাসযোগ্য জীবন
আর কিছু মনে পড়ে- পাগল?
আমার যে ডিমেনশিয়া!
একটু ভাসা ভাসা মুখের আদলে মূর্তি
দুটো শ্লথ হাতে
প্রকোপ বেড়েই চলে, আজ
পুবাংশ্চরিত আমার ভেতরের; তবুও
শান্তিম্ নির্বাণ -
জানো?