জানালার পর্দা সরিয়ে আকাশ দেখি ভীষণ কালো
কচু বর্ণ পাখিদের শব্দ সংগীতে কাঁপে বিস্মিত অধর
প্রখর রোদ্দুরে এক মনে তাকিয়ে থেকে
কোন লাভ নেই জীবনের, ক্ষতিও নেই
তামাটে শরীর পুড়বে, হৃদয় শঙ্কা -আশঙ্কার গোপন ভাড়ার ভেঙে দেবে
তার কোন দায় নেই বার্তার
কোন অস্থিরতা নেই।
পৃথিবী থেকে খসে মিলিয়ে যাওয়া রুগ্ন জাতক
কেটে যাবে নয়তো থেমে যাবে একসময়
আপেল ফুলের মুখ ঘেঁষে চড়ুই অথবা
ভাসমান পাখি তার আস্তানা খুঁজে
তৃপ্তির ধাঁধায় ; মেরুদণ্ড গ্লাসের চুমুকে চুমুকে তেতো
বিস্তৃত চিমনির আগুন বুকে নেমে আসবে প্রশান্তি!
তুমি ঠিক তাই,
বুকের ভেতরে থ্যাঁতলানো ফুল হাতের কব্জায় হলুদ বাতাস
কার্যকর ফোঁপরায় আসে দ্বিগুণ ঝর
থামাতে পারলে ডেকো!
তোমার ছুটি।