বুকের ভেতর শুধু নিম্নাঙ্গের ঝড়, থার্মোমিটারে পারদের চাপ বাড়ছে
টাঁকি মাছের ফুলকা ফাঁপছে যৌবন শেষ; শেষ দ্বারে পতিত জলে ধুয়ে মুছে গেছে ফুটন্ত ফুল। বালির ভেতরে ভাপা পিঠা স্তুপাকৃত পশম
নেংটো কুকুরের ভাবাবেগ খুজে ফিরছে আমুদে আহ্লাদ।
ভিক্ষা নয়! দূর্ভিক্ষ পীড়িত হে জীবন,
শুধু
শান্তি।
কোনো চুক্তিবদ্ধ যাপন নয়
তবে পুরুষ কি?
বামুনে'রা চাঁদে হাত দেয়না, চাঁদের আলোতে লুটিয়ে পড়ে ভরা পেট মদ খেয়ে।