উন্মাদ বৃষ্টি
কৃষ্ণ কামাল


এক দল কালো মেঘ
গাঁয়ের উপর পড়লো ঢুলে,
আলোময় দিনটা হলো শেষ
পুরো গাঁ আঁধার  কূলে।
হুর মুর মেঘ উঠলো ডেকে
গাঁ জুড়ে বর্জ বিদ্যুতের ঝলকানি,
বৃষ্টি ছুটিল পাগল এর মতো
কেনো এমন উন্মাদ নাহি জানি।  
কালো রাতে কাল ঘনিয়ে
নিঝুম রাত বিজলি চলে গেলো ,
কে জানে সকল পাখি পক্ষ
মানুষ জন বাসায় ফিরে এলো।
কেরোসিন বাতিটা হাতরে
খুঁজে চলেছি তখনো অন্ধকারে,
হাতের নাগালে পাইনা কিছু
যেনো পাতালপুরীর কারাগারে।
বাইরে তখন ছুটেছে বাদলা
কারে যেনো খুঁজে চলেছে,
ঘরের পেছন পুকুর পাড়ে
রিমঝিম ভাষায় যেনো কি বলেছে।