তুমি আর আমি
কৃষ্ণ কামাল
তোমার যেখানে শেষ
সেখানে আমার শুরু ,
তোমার যেথা বুকে সাহস
সেথা বুক কাঁপে দুরু দুরু।
তোমার যেথা সকল
সেথা আমি দাঁড়িয়ে একা,
যে মানুষের ভিড়ে তুমি নাই
সেথা আমার পাবে দেখা।
যেই খাবারে তোমার অরুচি
সে খাবার আমার জোটে না ,
তোমার খুশির কিছু খবরে
আমার দুঃসংবাদ রোটে না।
তুমি যেই ঘরে থাকো
সেই ঘর স্বপ্নের রাজপ্রাসাদ,
তোমরা যেখানে বেড়াও
সেথা যাওয়া মনের স্বাধ।
যেথা তোমার রঙিন রাত
সেথা আমার রাত অন্ধকার ,
যেথা তোমার তরে দ্বার খোলা
সেথা আমার তরে বন্ধ দ্বার।