তোমরাই শিক্ষিত
কৃষ্ণ কামাল
তোমরা নিজেকে ভাবো চালাক
আমাদের পেটে মেরে লাথি,
নাইকো কেহ আমার পাশে
তোমার হাজার ধোনিরা সাথী।
তোমরা নিজে ভাবো সুন্দর
দিয়ে আমাদের গায়ে থুথু ,
তোমরাই সকল শিক্ষিত
আমরা কথা কে কি বলি কথু।
তোমরা যেন ইংল্যান্ড বাসি
সর্বদা মুখে ইংরেজি ধ্বনি ,
বাংলা ছাড়া পারিনা কিছুই
আমার বাংলা স্বনের খনি।
তোমরা নিজেকে ভাবো ভদ্র
বুট স্যুট কোর্ট সব পরে ,
দেখতে পাওনা মানুষের জাত
রাস্তায় না খেয়ে মরে।