তোমার রাগ
কৃষ্ণ কামাল
তোমার রাগ এতো কেনো
যেটা আমার সহ্য না হয় ,
এতো জোরে চিৎকার করো
আমার কান ফেটে যায়।
তোমার এতো অভিমান
আমি ভাঙাতে পারি না ,
তোমার এতো ভালোবাসা
তবু আমায় ভালোবাসো না।
আমার খুব আদর করতে
ইচ্ছে করে তোমায় ,
কেনো আসো না আমার কাছে
জড়িয়ে ধরতে দাও না আমায়।
যদি করি আমি ভুল ,
কেনো আমায় ক্ষমা করো না
ইচ্ছে করে হাত ধরে পথ চলি
কেনো আমার হাতটা ধরো না।
আমার তো ইচ্ছে করে একই
ঘরে তোমার সাথে থাকতে ,
ইচ্ছে করে তোমায় আমার
ঘরে ঘরণী করে রাখতে।