তোমার হৃদয়ে কে
কৃষ্ণ কামাল
তোমার হৃদয়ে কে
স্বপনে কার আসা যাওয়া ,
তোমার যোগ্য কে
কার চোখে মনে লাগে হাওয়া।
তোমার সঙ্গী কে
কাকে চাও তোমার পাশে ,
অন্য কেউ তোমায় চায়
তাতে তোমার কি যায় আসে।
কার স্পর্শে তোমার
শরীরে বহিছে শিহরণ ,
কার আলতো চুমুতে
তোমার হৃদয় হরণ।
কাকে জড়িয়ে ধরলে
তোমার সকল কষ্ট হয় দূর ,
কার সাথে কথা বললে
মনের দুশ্চিন্তা থাকে সুদূর।
কার সাথে পথ চললে
মন চায় পথ না হোক শেষ ,
কে তোমার হাত ধরলে
মন বলে হাত না ছাড়লে বেশ।