তোমার বর্ণনা
কৃষ্ণ কামাল
ওই তোমার চোখখানা
বোধ হয় গভীর নদী ,
কেমন হতো কেবল আমি
সেখানে ভাসি যদি।
ওই তোমার ঘন কালো
কতো সুন্দর বেণী চুলের ,
আরো সুন্দর হতো যদি
দিতাম মালা জুঁই ফুলের।
ওই তোমার গোলাপি ঠোঁট
এক গভীর চুমুর পিপাসায় ,
আমি তোর পিপাসা মিঠাই
দূরে কেনো কাছে আয়।
তোমার ওই বাহু যুগল
ধরতে চায় জোড়ায়ে ,
তাইতো তোমায় খুঁজছি
কোথায় গেলে হারায়ে।
ওই তোমার শরীর যেন
শত লজ্জাবতীর মতো ,
আঙ্গুল দিয়ে ছুঁয়ে দিতাম
ইচ্ছে করতো যতো ।