তব কাননে
কৃষ্ণ কামাল


তব কাননে ধাইছে কে ,
কিবা যেন খুজিছে সে।
একদল ফুলের মেলায় ,
মৌমাছি মেতেছে খেলায়।
তব কাননে ফুলের সুবাস ,
সাদা হয়ে ফুটেছে কাশ।