তারার দেশে চিঠি
কৃষ্ণ কামাল

তারার দেশে ঢিল ছুঁড়েছি
ফিরে এলো আমার কাছে ,
তারার দেশের খবর
কি কারো কাছে আছে।

পাঠাবো চিঠি তাহার কাছে
ঠিকানা জানা নাই ,
বল না রে ভাই কোন পথে
চললে তারার দেশে যাই।

তারা যেনো কল্পনায় কেবল
এজন্য রাতের আকাশে খ্যাত ,
যদিও করি বা মেইল
ইমেইল এড্ড্রেস অজ্ঞাত।

তারা, তারা , তারা
তোমরা কোন দেশেতে থাকো ,
খুকি চাইছে তোমায় ছুঁতে
সে খবরটা কি রাখো।

সারা রাত্রি দূর আকাশে
দেখতে যেনো জোনাকির মতো ,
তোমার দেশে তারার সংখ্যা
খুকি গুনতে পারেনা শত কতো।

আমার খুকি জেদ ধরেছে
দেখবে তোমায় ছুঁয়ে ,
কিছু করো তোমার এক ছোট্ট
টুকরো পড়ুক এসে ভুঁয়ে।