স্বপ্ন ভাঙা ঘুম
কৃষ্ণ কামাল
মেঘের রাজ্যে দিলো হানা,
খোকাকে কেউ করেনি মানা।
গোটা আকাশ বেরিয়েছে উড়ে,
দিয়েছে পারি গোটা বিশ্বজুড়ে।
তার পাখির সাথে রেষারেষি ,
পাখির আগেই উড়ছে বেশি।
বেশ ভাসছে শীতল বাতাসে,
মুক্ত খোলা নীল আকাশে।
খোকন এক মেঘ ফুঁড়ে উড়ছে,
আর এক মেঘ ফুঁড়ে নামছে।
যেন পুরো আকাশটা তারি,
ইচ্ছে নাই তার নিচে নামারি।
খোকন খোকন ডাক দিতে ,
ঘুম ভেঙে খোকা হক্চকিতে।
স্বপ্ন ভেঙে বিছানা ছেড়ে ,
ডানা হারিয়ে গেলো হেরে।