স্বপ্ন
কৃষ্ণ কামাল
রাতের আকাশ তারার মেলা
ভাসিয়ে আমি স্বপ্নের ভেলা।
তারার দেশে গেলাম চলে
সকল তারা আমার দলে।
আমি এদের মতো রাতে জাগবো
দিনের বেলায় ঘুমকে কাছে ডাকবো।
আমার তো রাত লাগে ভালো
রাতের এই মৃদু আলো।
চোখ খারাপের ভয় নাই
এই নিস্তব্দ নিশুতি কোথায় পাই ।
রাতে নাই চেঁচা মেঁচি
এর ওর সাথে খেঁচা খেঁচি।
সকলে রাতে পরবে ঘুমায়ে
আমি জাগি কি আসে যায়।
তারা হইয়া থাকিব আকাশে
ফিরবো না যতো ডাকুক সে।
এমন ভাবে চলছিল ঠিক
কোথা হতে ধূমকেতু ধেয়ে এলো দিক।
মারিলো ধাক্কা সেই জোরে
পড়লাম পৃথিবী বুকে ঝরে।
হটাৎ ঘুম ভেঙে গেলো যেই
চেয়ে দেখি আছি আমি বিছানাতেই।