স্বপ্নের পথে চলতে
কৃষ্ণ কামাল
স্বপ্নের পথে চলতে চলতে,
আমি একটি ছোট্ট পাখির মতো,
আকাশে উড়তে উড়তে।
মেঘে আমি ভাসতে ভাসতে,
বৃষ্টির গুনগুন শুনতে শুনতে ,
স্বপ্নের পথে চলতে চলতে।
পাখির গান গাইতে গাইতে,
বনের সুর শুনতে শুনতে,
স্বপ্নের পথে চলতে চলতে।
স্বপ্নের পথে আমি যাই,
আমার হৃদয় সব দিকে ফুটে,
স্বপ্নের পথে চলতে চলতে।