সুন্দর বসুন্ধরা
কৃষ্ণ কামাল

ধানের খেতে ঢেউ লেগেছে
একই তালে দোলায় মাথা ,
আলের ধারে বসে আমি  
ভাবি এই প্রকৃতির কথা।

প্রকৃতি আমাদের সব দেয়
জল বায়ু অক্সিজেন খাদ্য ,
ফসল তৈরির জলবায়ু
হওনা প্রকৃতির অবাদ্য।

ওই যে সবুজ গাছগুলি
দিয়ে চলেছে প্রাণ বায়ু ,
তাদের কেটে দূষণ এনোনা
শেষ হবে তোমার আয়ু।

এই যে সুন্দর বসুন্ধরা
দুইহাত ভোরে দেয় কতো কি ,
তাহাতে দিয়ে রাসায়নিক
আর তেমন ফল পাবে কি।