সকল গভীরতা
কৃষ্ণ কামাল


আমায় বলে রাতের গভীরতা
আমি কতোই নীরব
দিন বলে আমার গভীরতা
শুধুই কলোরোব।
নদী বলে আমার গভীরতা
তোমার অচেনা
সূর্য বলে আমার গভীরতা
দেখবে আসোনা।
চাঁদ বলে আমার গভীরতা
কেবল বেদনা ময়
আমি নাকি কলঙ্কিত
সকল মানুষ জাতি কয়।
আমি বলি আমার গভীরতা
একাকিত্ব হৃদয়
হৃদয় বলে আমার গভীরতা
কেবল দুঃখ ময়।।