সভার অভিজ্ঞতা
কৃষ্ণ কামাল

এক সাহিত্য অনুষ্ঠানে
শত কবির সভা মাঝে একা,
আজকে এই সভার কারণ
প্রকাশিত হবে পুস্তক লেখা।

হয়তো চেনা সকলে সকলের
হেতা আমিই একই অচেনা ,
তাহাদের ভিড়ে হয়তো আমায়  
কবি বলে মানাচ্ছে না।

চারি দিকে লোকজনের সরোগল
এটাই আমার প্রথম অভিজ্ঞতা ,
সভা মাঝে কারো সাথে কারো
সাক্ষাৎকার কানে আসছে কথা।

সভার মঞ্চে মাইক্রোফোনে
এক শ্রদ্ধেয় কবি গুরুজন ,
প্রকাশনের প্রকাশে সাহায্যে  
দরুন কিছু বললে কিছুক্ষন।

নিজেকে যেনো চিনতে পারিনা
এতো সহস্র কবির ভিড়ে ,
মাথায় শুধুই ঘুরছে
কখন বাড়িতে যাবো ফিরে।