স্মৃতি
কৃষ্ণ কামাল

নাম তার স্মৃতি
থাকে সকলের অগোচরে,
বহিঃপ্রকাশ পায়না
কেবল থাকে অন্তরে।
তার বহিঃপ্রকাশে কেবল
চোখের কোণে জল,
নয়তো ঠোঁটের কোণে
হালকা মিষ্টি হাসির দল।
সে থাকে বেঁচে আমাদের
সকলের মনের মাঝে,
তবু এক আদবার আসে
বসিয়া বেলায় সাঝে ।