আকাশ আমার ঘরে মেঝে
কৃষ্ণ কামাল
আকাশ আমার মনের ভিতর
লাগছে কেমন অন্য যেন ,
মনে তো হয় কে আমার ঘরের
মেঝেতে ঢাললো নীল রং কেনো।
আবার যেন হটাৎ কে
সকল হিরে ছড়িয়ে দিলো,
দেখি আমার ঘরের মেঝে
চেনা রাতের আকাশ ছিলো।
ঘরের মেঝে নীল রঙে
লাগছে নীল আকাশ যেনো,
হিরে গুলো তাহার উপর
রাতের জ্বলন্ত তারা হেনো ।।