শূন্যের মূল্য
কৃষ্ণ কামাল


শূন্যের কোনো মূল্য নাই
যতক্ষণ তাহার আগে নাই সংখ্যা ,
তুমি শূন্য পকেট নিয়ে
বাজাও লাখের জয় ঢংকা।

পাইলে একশো মনে ভাবো
তাহা দিয়ে করিবো হাজার ,
একটু বুদ্ধির তালা খোলো
অন্য কোনো পথ নাই আর।