শেষ লেখা
কৃষ্ণ কামাল
দেখতো আমার মুখখানা ,
আমি কি আছি হাসি মুখে।
যদি না হাঁসি থাকে মুখে ,
হাতুড়ি দিয়ে দাও না ঠুকে।
আমার এই পরলোক ভ্রমণে,
কেহ করেনা কান্নাকাটি যেনো।
এই মৃত্যুর চির শান্তি ,
কোথাও কি আর পাবো হেনো।
হয়তো আছি চোখ বুজায়ে,
আঁখির উপর তুলসী পত্র।
হয়তো উঠোনখানা ভরে গেছে,
আত্মীয় স্বজন ছিল যত্র।
সকলের ঝরিছে নয়ন বারি,
কেউ করে খুব আর্তনাদ।
প্রিয় আমার বুকে মাথা ঠুকে ,
ফুঁফিয়ে ফুঁফিয়ে কাঁদে অবাদ।
হয়তো কয়েকজন মিলে ,
খুলছে আমার কবর খানা।
আমায় তুলে নিয়ে যাবে ,
আমার যে আজ হাঁটতে মানা।