সকলে মিলে শব দেহটা
আমার শেষ স্নান করাবে,
নতুন ধুতি একখানা খুব
সুন্দর করে আমায় পরাবে।
দুই নয়নে তুলসী পত্র
একটা শক্ত বাঁশের খাটিয়া ,
শেষের ঠিকানা পৌঁছে দেবে
চারজনে কাঁধে নিয়ে হাঁটিয়া।
শক্ত বিছানা পিঠে ব্যাথা দেবে
তবু ও কিছু বলতে পারবোনা ,
আগে আগুনের কাছে অনেক
হেরেছি আজকে হারবোনা।
যা কিছু দিয়েছিলাম তোমায়
সকল আজকে ফিরিয়ে দেবে ,
ললাটের সিঁদুর, হাতের শাঁখা
বেনারসি ফেলে সাদা থান নেবে।