সাঁকো
কৃষ্ণ কামাল

খালের উপর সাঁকো
দুইটা বাঁশ নিয়ে,
যাওয়া আসা সারাদিন
তাহার উপর দিয়ে।

যখন আমি গিয়ে
সাঁকোর উপর চড়ি,
ভয়ে কাঁপে পা এখন
গেলাম বুঝি পড়ি ।

যাই না বেশি সাঁকো দিয়ে
যখন কেউ সাথেনা থাকে,
আমি রই দাঁড়িয়ে দূরে
বন্ধুরা যতই ডাকে।

বলিনা তাদের সত্য কথা
সাঁকো উঠলে মাথা ঘোরে,
তারাও আমায় রাগায়  
বলে ভীতুর ডিম্ ওরে।

আমি যাবোনা সাঁকো দিয়ে ,
গেলে যাবো খাল ঝাঁপিয়ে।