আকাশ যেনো আবির মেখেছে
আজকে বিদায় বেলা ,
যেনো সে করছে আজ
বিজয়া দশমীর আবির খেলা।

নদীর জলেতে আগুন লেগেছে
সাঝেঁ সূর্যাস্ত  এর বেলায় ,
এক জেলে জাল ফেলে
আগুন কুড়াচ্ছে দূরে ভেলায়।

পাখিরা অফিস ছুটির পর
উড়ে ফিরছে তাদের নীড়ে ,
চারিদিকে কালো অন্ধকার
দেখি নামছে ধীরে ধীরে।

দূরে কোনো পাড়ার শেষে
কুকুরগুলি ডাকছে উচ্চস্বরে ,
দিনের আলো প্রায় শেষ
সকল ফিরেছে নীজ ঘরে।