সাধু ভন্ড
কৃষ্ণ কামাল


ধর্ম লইয়া লাগাইয়া দন্ড,
সাধু সাজিয়া বেড়াইছে ভন্ড।
আছেন ভালোই সুখ ছন্দ ,
অন্যদের করিয়া গাল মন্দ।
তাহার কোনো দোষ নাই ,
অথচ চোর সকল তাহার ভাই।
কেউ ছাড়িয়েছে দেশ লইয়া ঋণ ,
কেউ না  খাইয়া কাটাইছে দিন।
যদি এটা কোনো কৃষক লইতো,
ঋণের দায়ে আত্মঘাতী হইতো।
সাধুর মিত্রের সকল ঋণ মুকুব ,
চোরেরা সকল মারিছে ডুব।
আমাদের সামনে কেবল সাধুরূপ ,
জনগণ ও বোবার মতোই চুপ।
তুলবো আওয়াজ দেবো ডাক ,
গড়বো দল গর্জে দেবো হাঁক।  
নেতাজি যেখানে জন্ম লইয়াছে ,
সেখানে জন্মে ডোরিতে আছে।  
প্রতিবাদের আগুন লাগায়ে দেবো ,
হিংসা রাজনীতি পুনরায় স্বাধীন নেবো।