রথ যাত্রা
কৃষ্ণ কামাল

রাত পোহালেই রথ যাত্রা
কল্পনায় দেখছি ছবি মেলার ,
যতটুকু পড়ছে মনে গত
বছরে রথ যাত্রার শেষ বেলার।

বাজিয়ে ভেঁপু ছুটেছে অপু
বোধ হয় কানটা গেলো ছিঁড়ে ,
রথের মেলায় লোকের সমাগম
একের পিছনে এক চলছে ধীরে ধীরে।

লাইন করে দোকান গুলি
বসেছে পথের ধারে ,
জয় জগন্নাথ, জয় বলরাম ,
জয় সুভদ্রা জয়োধ্বনি উচ্চস্বরে।

দেখছি রথখানা সেই সুদূরে
অপেক্ষায় হাজার জনের পিছে ,
কেউ একজন হারিয়েছে জুতা  
সকলে পায়ে মাড়িয়ে দিচ্ছে নিচে।

রথের দড়ি যে জোরে টানছে
চাকা গুলি ঘড় ঘড় শব্দে ঘোড়ে ,
রথের মাথার উপর দেখো
ত্রৈলোক্যমোহিনী পতাকা উড়ে।

লোকে লোকারণ কিবা তার কারণ
কারণ আজকে মহা রথযাত্রা ,
মেলায় লোকের সমাগম বাড়ছে
অতিক্রম গত কয়েক বছরের মাত্রা।

লোকে ঠেসাঠেসি গা ঘেসাঘেসি
তবুও নাই কোনো অজুহাত ,
সব কিছু হয়ে যাবে ভালো
মাথার উপর থাকলে জগন্নাথ।

খাবারের দোকানে লোকের
হানাহানি, রাঁধুনি ভিজেছে ঘামে ,
কেউ কাকে হারিয়ে ফেলেছে
মাইক্রোফোনে হাঁকছে তারই নামে।  

বন্ধুদের শুধাই রাত বেড়েছে
বাড়িতে ফিরবো কতক্ষনে ,
বাড়ি ফিরতে দেরি হলেই পিঠে
পড়বে লাঠি সেটা জাগছে কেবল মনে।