রাতের জোনাকি
কৃষ্ণ কামাল
আমি রাতের চাঁদ আর
জোনাকি ভালোবাসি ,
আমার বন্ধু আজকে বলে
চল রাতের জোনাকি দেখে আসি।
নিয়ে এলো এক জায়গায়
কিন্তু এখানে জোনাকি কোথা,
দেখি জায়গাটা জুড়ে অর্ধ
বয়সী নারীর ভিড় হেথা।
এখন যেটা বুঝতে চাইছি
সেটা বোঝার জন্য শুধাই ,
তুই বললি রাতের জোনাকি
এরা কি রাতের জোনাকি ভাই।
এই অভিজ্ঞতা কখনো হয়নি
সে জায়গা ছেড়ে তক্ষনি এলেম,
ওরা কি পায় এখানে এসে
আমি খুবই লজ্জা পেলেম।
আল্লাহ করুক ওই পথে
আর কোনোদিন না যাই,
ওদের থেকে দূরে থেকে
নিজের মনে শান্তি পাই।