রাতের আকাশ দেয় হাতছানি
বলে আমার কাছে আয়,
যে রাতের আকাশে চাঁদ জেগেছে
সেই রাতে কে আমায় পায়।
চিলেকোঠার ছাদে জ্বৎস্না রাতে
চাঁদকে কাছে পাওয়া ,
চৈত্র দিনে গরমের শেষে
রাতে মিষ্টি শীতল হাওয়া।
মন আর কিবা চায়
এর থেকে বেশি ,
এ রাতের ভাগ কেউ পাবেনা
এখানে আমি স্বার্থ নেশি।
আমি জ্বৎস্না রাত ভালোবাসি
সাথে নৌকা নদীও,
এইসব কিছুই পাইনা
বেশ কল্পনা করি যদিও।
নদীতে নৌকার পাদানিতে শুয়ে
নৌকাটা ঢেউতে বেশ দুলছে ,
আকাশে এক আর নদীতে
দুই চাঁদের সাথে মন খেলছে।