রাসায়নিক জীবন
কৃষ্ণ কামাল
আমি এক ভিন্ন প্রাণী
বোধহয় এই জগতে একা,
মিষ্টি জাতীয় কোনো খাবার
চোখেতে যায়না দেখা।
চা কফি খাইনা কিছুই
এমন কি প্যাকেজ দুধও ,
বৃদ্ধরাই খায় চা কফি
ছুঁয়ে দেখিনা প্যাকেজ মধুও।
মদ্যপান করিনা আমি
কেবল জল পান করি ,
প্যাকেজ কোনো জুস জাতীয়
কখনো হাতে নাহি ধরি।
এসব কেবল রাসায়নিকে
ভরা অনেকেই নাহি জানে ,
তাই বাড়ি ফেরার পথে তাদের
বাচ্চাদের জন্যে কিনে আনে।
আমি বলি সুস্থ থাকতে
এই সব খাওয়া দাও ছেড়ে,
নয়তো একদিন দেখবে এই
রাসায়নিক জীবন নেবে কেড়ে।