রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে।
কৃষ্ণ কামাল
রবীর জন্মদিনে সূর্য উদিত হয়,
আকাশে পাখিরা গান গায়।
আমাদের মধ্যে নতুন আলো
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে।
তার কবিতা পাখির মতো উড়ে,
আমাদের হৃদয়ে সুর গায়।
সুন্দর ফুলের মধ্যে তার কবিতা,
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে।
সে আমাদের সবার কবি,
জীবনে আলোর একটি নক্ষত্র।
তার কবিতা আলো ছড়ায়,
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে।