কথা গুলো বেশ পুরানো
আজও কানে বাজে ,
দিনের আলো শেষ হয়
আঁধার নামে সাঝেঁ ।

পুরানো হলেও কথা গুলো
আজ মনে বড্ড লাগে ,
যেগুলো বলেছিল গুরুজন
প্রায় অনেক বছর আগে ।

পড়াশোনা যে করেনা
দেখিবে ভবিষ্যৎ দিন তাহার ,
নীচে দাঁড়িয়ে শুনছে তার
আজ বক্তব্য শিক্ষিত হাজার ।

মূর্খ হলেও দলের নেতা
শিক্ষিত চলে তার কথায় ,
মঞ্ছে উঠে মিথ্যা বলে
শত হাতের তালি কুড়ায় ।

করি হয়তো বিদ্যালয়ে
এক শিক্ষকের কাজ ,
সব কিছু জেনে বুঝে
তারে বাবু ডাকতে হয় আজ ।

পাড়ার নর্মদা ড্রেন বন্ধ
গিয়েছিলেম তাহার কাছে ,
বলে কিরে কি খবর তোদের
পাড়ায় সব তো ঠিক আছে ।

আমি বলি ময়লা জমেছে
ড্রেনে ময়লা জল পথে বইছে ,
তিনি বলে জানিস তোদের
থেকে অন্যরা কতো কি সইছে...

আচ্ছা ঠিক আছে আমি
দেখছি ……