প্রতিচ্ছবি
কৃষ্ণ কামাল

এক কুকুর পুকুর পাড়ে,
দাঁড়িয়ে দেখি মাথাটা নাড়ে।
খানিক্ষন পরে পরে জলে তাকায়ে,
ঘেউ ঘেউ করে উঠছে হাকায়ে।
কারে যেন সে দিচ্ছে গালি ,
হয়তো বা সে বকছে খালি ।
আমি বুঝলাম  নাই কিছু ,
তাই নিলাম তাহার পিছু ।
গিয়ে খানিক দূরে দাঁড়ায়ে,
কান্ডটা এবার ঢুকেছে মাথায়ে।
পুকুরের জলে তার প্রতিচ্ছবি,
কেরে তুই এটাই তার দাবি।
আমি এক ঢিল জলে দিলাম ফেলে ,
সে ও তখন লাফিয়ে পড়লো জলে।
ঘেউ ঘেউ করে জল থেকে উঠে ,
ঘেউ ঘেউ করে মাঠের দিকে ছুটে।