প্রতিবাদী ২
কৃষ্ণ কামাল
তীব্র গতির এই নদি
প্রতিবাদী আগুন বইছে
এই নদীতে ডুব দিয়ে
মন প্রতিবাদী হইছে।
মনে তো হয় নেতাজি
ক্ষুদিরাম আসুক ফিরে
জ্বলুক আবার প্রতিবাদী
আগুন এই অবিচার ঘিরে।
মৃত্যুর মোড়ক বাতাসে
ধ্বনিছে মৃত্যুর আকাশবাণী
সর্ব বিশ্ব নরক হইবে
পাপ - পাপীদের স্বর্গ হানী।
ওহে পাপী ভাবিছো কি
কি যা তা সব লেখা
মৃত্যু তোমার কপালে
করছে নৃত্য যায় দেখা।
বাতাসে নাই অক্সিজেন
বইছে হিংসা কেবল
সত্যের সংখ্যা কম আর
বাড়ছে মিথ্যেবাদীর দল।
এই অধর্ম সইবোনা আমি
জ্বালাবো আগুন প্রতিবাদের
ওই আগুনে পুড়িয়ে মারিবো
যারাই অধর্মী পাপী তাদের ।