প্রতিবাদী মন
কৃষ্ণ কামাল
আগুন জ্বলে আমার বুকে
প্রতিবাদী আজ তোমার দুঃখে।
তোমার অধিকার তোমার নয়
তোমার প্রাপ্ত অন্যে নেয়।
তবুও তুমি চুপ থাকিবে
কেবল ভগবান কে ডাকিবে।
তোমার অধিকার তোমার হবে
প্রতিবাদী হয়ে লড়িবে যবে।
তোমরা চাষী দেশের ভীত
অবিচারে তব নড়ে না হিত।
সকল চাষী দলবদ্ধ হও
"ন্যায্য অধিকার চাই" স্লোগান দাও।
"সুভাষ" যখন থাকেনি থেমে
প্রতিবাদের আগুনে নেমে।
তবে তোমাদের কিসে ভয়
করো প্রতিবাদ আত্মঘাতী নয়।
প্রতিবাদী আগুনের বীজ বুনেছি
কবে ফলবে তার দিন গুনছি।