প্রশ্ন
কৃষ্ণ কামাল
মা গো আমায় মোবাইল দিতে বল
সকাল থেকে রীল বানাইনি সারা বেলা,
এখন একটু মোবাইলটা নিয়ে
করবো শুধু রীল বানানো খেলা।
তুমি বলছো চার্জ নাই মোবাইল ফোনে
না হয় যেন সত্যি হলো তাই,
একদিন কি চার্জ কম থাকলে ফোনে
কিছুটা সময় ইউজ করতে নাই।
আমি তো বেশ ভাবতে পারি মনে
ফুল চার্জ আছে আমার ফোনে,
আমার সকল ফলয়ার্স গুলো
প্রোফাইল রিফ্রেশ করে ক্ষনে ক্ষনে ।
মনে করো না কারেন্ট এলো যেন
মনে করো না ফুল চার্জ হয়ে গেছে,
দেখোনা শ্রাবনী লাবনী সবাই কেমন
রীল বানাচ্ছে ছাদে নেচে নেচে।